News:

আমাদের অবস্থান

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ হযরত শাহ জালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন সিভিল এভিয়েশন আবাসিক এলাকায় মনোরম ও নিরিবিলি পরিবেশে ৩ (তিন) একর জায়গার উপর প্রতিষ্ঠিত আধুনিক মানসম্পন্ন একটি বিদ্যাপিঠ। ১৯৭৮ ইং সালে প্রতিষ্ঠিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক তত্তাবধানে পরিচালিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ নামে পরিচিত। পার্শবর্তী কাওলার গ্রাম ঘেঁষা বহুল পরিচিত চৌধুরী বাগ নামে খ্যাত ছাঁয়াঘেরা আমবাগানের বিশাল জায়গাজুড়ে বিদ্যালয়টির অবস্থান। ভিআইপি সড়ক সংলগ্ন, কাওলার বাস স্ট্যান্ড হতে সিভিল এভিয়েশন ষ্টাফ কোয়ার্টারমুখী পিঁচ-ঢালা সড়ক বেয়ে মাত্র ২ মিনিটের হাটার দুরত্বে অবস্থিত এই বিদ্যালয়। শুরুতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের শিক্ষাদানের উদ্দেশ্যে বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমিতে নিজস্ব অর্থায়নে দ্বিতল ভবন নির্মিত হলেও বর্তমানে নিকটবর্তী এলাকার অধিবাসীরা তাদের সন্তানদের অত্র স্কুলে শিক্ষাদানে অধিক আগ্রহী হওয়ার কারণে বিদ্যালয়টির কলেবর সম্প্রসারিত করে তিন তলায় উন্নীতকরণ সহ পৃথক চারতলা বিশিষ্ট কলেজ ভবণ তৈরী ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি, বাংলাদেশ বিমান বাহিনী হতে প্রেষণে যুক্ত হয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে দায়িত্বরত আছেন। বর্তমানে বিদ্যালয়টির মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২৫০০।

আমাদের কৃতিত্ব

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা হতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা হতে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী গোল্ডেন ৫ ও জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আসছে।

বিজ্ঞ বিদ্যালয় পরিচালনা পর্ষদ কর্তৃক অত্র বিদ্যালয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাপনা সফ্টওয়্যার প্রযুক্তি বাস্তবায়নের ফলে তথ্য সেবার মান বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থাপণায় স্বচ্ছতা নিশ্চিতকরণে অসামান্য সাফল্য অর্জিত হয়েছে।