উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি
অধ্যক্ষ মহোদয় এর বাণী
‘শিক্ষাই আলো, জ্ঞানই শক্তি’-এই মূলমন্ত্র অন্তরে লালন করে ‘সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, কুর্মিটোলা’ ১৯৭৮ খ্রিঃ হতে অদ্যবধি একটি সুখী, সমৃদ্ধ- সোনার বাংলাদেশ ও সু-নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে সচেষ্ট ভূমিকা রেখে চলেছে। জন্মলগ্ন থেকেই অত্র বিদ্যালয়ের দক্ষ ও আন্তরিক শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর অক্লান্ত পরিশ্রম, নিখাদ ভালোবাসা ও ছাত্র-ছাত্রীদের একনিষ্ঠতায় আজও এর সুখ্যাতি অটুট রয়েছে। শ্রেণি শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ, মূল্যবোধ ও নীতি শিক্ষা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে এবং তারা দেশ ও জাতির কল্যাণে সফলতার পরিচয় দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ-এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহোদয়, পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং সচেষ্ট ছাত্র-ছাত্রীদের আন্তরিকতা ও সহযোগীতায় অত্র বিদ্যালয় বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে আসীন হবে বলে আমি আশাবাদী।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ব্যক্তিগত সাফল্য মানেই বিদ্যালয়ের সামগ্রিক সাফল্য। তোমরা সংযমী ও সুশৃঙ্খল জীবন যাপন করবে, শিক্ষক ও পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। মূল শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে আন্তরিকভাবে অংশগ্রহণ করবে এবং বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি চর্চার মাধ্যমে নিজেকে বিকশিত করবে।
একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সরকার যেভাবে শিক্ষা খাতকে গুরুত্বারোপ করছে, সেই স্রোতে নিজেকে সামিল করে আমরাও অত্র বিদ্যালয়কে গড়ে তুলতে চাই একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে। সকলকে সাথে নিয়েই আমরা হতে চাই ‘ডিজিটাল বাংলাদেশ’এর অন্যতম কান্ডারী। সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, কুর্মিটোলা -এর সংশ্লিষ্ট সকলকে জানাই প্রাণঢালা অভিন্দন ও শিক্ষার্থীদের জানাই সর্বাঙ্গীন শুভকামনা।
উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি
অধ্যক্ষ
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ
কুর্মিটোলা, ঢাকা-১২২৯।